*** সন্তান ছেলে হবে না মেয়ে হবে কি করে বোঝা যায়-

 একটি মাত্র কোষ দিয়ে তৈরি হয় মানব সন্তান । মায়ের শরীরের এটি মাত্র কোষ ডিম্বানু এবং বাবার শরীরের একটি মাত্র কোষ শুক্রানু মিলে তৈরি হয় ভ্রুণ । তারপর কোষ বিভাজনের মাধ্যমে  সৃষ্টি হয় মানব সন্তান । 

একজন মা গর্ভধারনের পর থেকেই কৌতুহলী হয়ে ওঠেন এটা জানার জন্য যে তার সন্তান ছেলে হবে না নাকি মেয়ে হবে । শুধু মা-ই নয় বাবা সহ তার পরিবারের প্রাই সকল সদস্যই এটা জানার জন্য আগ্রহী হয়ে পড়েন । এটা জানার জন্য তারা বিভিন্ন ডাক্তারখানায় গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে ।

কিন্তু সন্তান ছেলে হবে না মেয়ে ডাক্তাররা বুঝতে পারেন কি করে?

সন্তান ছেলে হবে না মেয়ে তা নির্ধারন করে যৌন ক্রোমোজোম । যৌন ক্রোমোজোম দুই ধরনের একটা হলো "X" এবং অন্যটি "Y" । মেয়েদের যৌন ক্রোমোজোমের সাংকেতিক চিহ্ন "XX" এবং পুরুষদের যৌন ক্রোমোজোমে সাংকেতিক চিহ্ন “XY" ।

ভ্রুণ তৈরির সময় মায়ের "X" ক্রোমোজোম যদি বাবার "X" ক্রোমোজোমের সাথে মিলে তাহলে সন্তান মেয়ে হবে । আর মায়ের "X" ক্রোমোজোম যদি বাবার "Y" ক্রোমোজোমের সাথে মিলে যায় তাহলে সন্তান হবে ছেলে ।

সুতরাং সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করে বাবার ক্রোমোজোমের ওপর ।

No comments

Theme images by Raycat. Powered by Blogger.