যমজ শিশু কি দেখতে একি হবে ? নাকি ভিন্নও হতে পারে? আসুন জেনে নেয়া যাক-

আমরা মনে করি যমজ শিশু দেখতে একই রকম হবে।আসলে সাধারনত চারপাশে এরকমটাই দেখতে পাওয়া যায়। কিন্তু যমজ শিশু যে সব সময় দেখতে অবিকল একই হবে বা সব সময় একই লিঙ্গের হবে এরকম কোন কথা নেই। কিন্তু যমজ শিশুকি আসলে আলাদা হতে পারে? হ্যা পারে, কখনও কখনও আমরা দেখতে পায় যমজ শিশু দেখতে সম্পূর্ন ভিন্ন এমনকি বিপরীত লিঙ্গেরও হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যমজদের এক জনের গায়ের রং ফর্সা তো অন্যজন কালো, একজন লম্বা তো আরেকজন খাটো। এরকম ধরনের অনেক বৈপরীত্য যমজ শিশুদের মাঝে দেখা যায়।

কিন্তু কেন এরকমটা হয় আমরা কি কখনও জানার চেষ্টা করেছি?

এর মূল কারণ হলো মাসিক চক্র। মেয়েদের মাসিক চক্রের অনেক সময় দুটি ডিম্বানু এক সাথে নিঃসৃত হয়। এই ক্ষেত্রে দুটি ডিম্বানু আলাদা আলাদা ভাবে দুটি শুক্রানুর সাথে মিলিত হয়ে পৃথক পৃথক দুটি জাইগোট গঠন করে। এই ধরনের জাইগোটকে বলা হয়  Dizygotic Twin । এই যমজরা যে শুধু দুই ধরনের লিঙ্গের হয় তা নয় , তাদের চেহারা এবং চরিত্রের ও অমিল লক্ষ করা যায় ।

No comments

Theme images by Raycat. Powered by Blogger.