যমজ শিশু কেন হয় ?

 যমজ শিশু কেন হয় ?



একটি শিশু অবিকল অন্য শিশুর মতো দেখতে। একজনকে অন্যজনের থেকে কিছুতেই যেন আলাদা করা যায়না। ভাবতেই অবাক লাগে ।কিন্তু যমজ শিশু কেন হয়?  আসুন জেনে নেই-

একটি ডিম্বানু একটি শুক্রানুর সাথে মিলিত হলে ভ্রুনের সৃষ্টি হয়। কিন্তু অনেক সময় যখন দুটি ভ্রুনের সৃষ্টি হয় তখন অল্প সময়ের ব্যবধানে দুটি শিশুর জন্ম হয়ে থাকে। এদের বলা হয় যমজ(Twin) শিশু। কোন কোন যমজ শিশু দেখতে আলাদাও হয়ে থাকে ।

যমজ শিশু যখন দেখতে সম্পূর্ন একই করম হয় তখন তাদের বলে মনোজাইগোটিক যমজ(Monozygotix Twin)। একই ধরনের যমজ শিশু একটি মাত্র ডিম্বানু থেকে জন্ম হয়। অর্থাৎ এইক্ষেত্রে ডিম্বানু নিষিক্ত হবার পর প্রথম যে জাইগোট তৈরি হয় তা ভ্রুণে পরিণত হওয়ার আগেই বিভাজিত হয়ে দুটি পৃথক পৃথক ভ্রুণ সৃষ্টি করে। এক্ষেত্রে যমজ শিশু দেখতে একই রকম হয়।

No comments

Theme images by Raycat. Powered by Blogger.