আসুন জেনে নেই কাল ত্বক বেশি ভাল নাকি সাদা ত্বক বেশি ভাল

 কবির ভাষায়- কালোই জগতের আলো। আসুন এবার দেখি বিজ্ঞান কি বলে:

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুযায়ি কালো ত্বকের অধিকারিদের  একার্থে ভাগ্যবান বলা যায়। কারণ,মেলানিন ত্বককে সূর্যের অতিবেগুনী রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা  করে। কালো ত্বকে মেলানিনের পরিমান বেশি থাকে বলে সূর্যের অতিবেগুনী রশ্মি প্রতিরোধ করার ক্ষমতাও বেশি থাকে। ফর্সা ত্বকে মেলানিনের পরিমান কম থাকে বলে সূর্যের অতিবেগুনী রশ্মি প্রতিরোধ করার ক্ষমতাও অনেক কম। বৈজ্ঞানিক সমীক্ষা অনুযায়ী কালো ত্বকের চেয়ে ফর্সা ত্বকের Skin Cancer এর হার তুলনামুললক ভাবে বেশি

No comments

Theme images by Raycat. Powered by Blogger.