কেন হিজড়া সন্তান হয়? এর বৈজ্ঞানিক কারণ কী?

আমরা আমাদের সমাজে সাাধারনত দুই ধরনের বাচ্চা দেখতে পাই । এর একটি ছেলে আর  অন্যটি মেয়ে । এই  ছেলে মেয়ে ছাড়াও আরেক  প্রকৃতির আমাদের  সমাজে খুব অল্প পরিমান দেখতে পাই । যা অস্বাভাবিক হলেও সত্য । এই অস্বাভাবিক প্রকৃতি সন্তানটি হলো হিজরা সন্তান ।

হিজড়া সন্তান কেন হয় নিচে আলোচনা কর হলো:

 মানবদেহে মোট 46 টি বা 23 জোড়া ক্রোমোজম থাকে।এর মধ্যে 22 জোড়া ক্রোমোজমকে অটোজম বলে আর বাকি এক জোড়া ক্রোমোজমকে সেক্স ক্রোমোজম বলে।


এই সেক্স ক্রোমোজম দুটি এক্স(X) এবং এয়াই(Y) নামে পরিচিত। লিঙ্গ নির্ধারনে এরা মূখ্য ভূমিকা পালন করে।


নারীদের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজমই X ক্রোমোজম অর্থাৎ XX, কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি X অপরটি Y ক্রোমোজোম অর্থাৎ XY।


এখন মিয়োসিস কোষ বিভাজন যদি ঠিকভাবে সম্পন্ন হয় তাহলে সন্তান হয় ছেলে নয়তো মেয়ে হয়।


কিন্তু মাঝে মধ্যে কোষ সঠিকভাবে বিভাজন না হওয়াই সেক্স ক্রোমোজম XX বা XY এর বদলে XXX বা XXY এইরকম অস্বাভাবিক কোষের সৃষ্টি হয়, যার ফলস্বরূপ বাচ্ছা হিজড়া হয়।

https://www.facebook.com/kaderjilani65/

https://www.facebook.com/groups/293871148376898

1 comment:

Theme images by Raycat. Powered by Blogger.